ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ঈদের মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা
Scroll
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
Scroll
আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ
Scroll
আইএমএফের সঙ্গে বৈঠক, ভ্যাট সিঙ্গেল রেটে একবারে আনা সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
Scroll
পাল্টা শুল্ক: যুক্তরাষ্ট্র প্রশাসনকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার
Scroll
মারা গেছেন আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা
Scroll
কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নুরুল্লাহ তরুন
Scroll
সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে জোরালো বিক্ষোভ
Scroll
৯ দিনের টানা ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরী 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৩৪, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৪২, ৫ এপ্রিল ২০২৫

সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরী 

বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। নানান বিস্ফোরক কর্মকাণ্ড ও অভিযোগ নিয়ে আইনি জটিলতায় পড়া পরীমণির জন্য একেবারেই নতুন কিছু না। এর আগে মাদককাণ্ডে জড়িয়ে রিমান্ড থেকে শুরু করে থানা-হাজতেও কাটিয়েছেন নায়িকা। এরপর এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগেও কোর্ট-কাচারি বেড়াতে হয়েছে তাকে। যদিও পরে জামিন পেয়েছেন তিনি।

এবার এই অভিনেত্রী নিজের নাম জড়িয়েছেন গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে। ভুক্তভোগী সেই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় গণমাধ্যমের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দেন পরীমণি। দাবি করেন, সবটাই একতরফা; এবং তিনি একপাক্ষিক বিচারের শিকার। 

শুক্রবার মধ্যরাতে ফেসবুকে লাইভে এসে পরীমণি বলেন, 'আমি এ পরিস্থিতি মোকাবেলার জন্য একদম প্রস্তত ছিলাম না।' দীর্ঘশ্বাস ফেলে কড়া গলায় বললেন, 'এত মিডিয়া একপাক্ষিক সংবাদ বন্ধ করে দেন।' এরপর খানিকটা মুচকি হেসে হুমকির সুরে বলেন, 'জনগণ কিন্তু আস্ত একটি মিডিয়া, যদি সে সঠিক হয়, সত্যি হয়। এসব স্ট্যাম্পমারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করবেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা হবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা!' 

পরীমণি বলেন, 'একতরফা করবেন না, করলে সবদিক থেকেই করবেন। প্রমাণের জন্য অপেক্ষা করেন, আমার বাসার নিচে আসতে হবে না। আমি নিজেই আপনাদের কাছে যাব। আমি আপনাদের কয়বার নক দিয়েছি, ওই মেয়ে যে আপনাদের নক দিয়েছে? আপনাদের নাম্বার ও কীভাবে পেল? নাকি আপনাদেরই গরজ। নাকি হাতে এস লেখা বলে আপনাদের বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগল? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন?' 

এরপর বেশ খানিকটা উত্তেজিত হয়ে বেশ কিছু অকথ্য ভাষায় কথায় বলেন পরীমণি; 

এরপর পরীমণি আরো  বলেন, 'আপনারা আইন, সংসার, জীবন-সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হুমকির সুরে পরীমণি আবার বললেন, 'হিসাব কিন্তু একদিন আপনাদের দিতেই হবে। মিলিয়ে নিয়েন।'   

আরও পড়ুন