শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০০, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:২০, ৫ এপ্রিল ২০২৫
সিনেমাটির গল্প, এক প্রকাশনা সংস্থার কর্নধার অনিমেষ গোস্বামী অফিসে একজন ‘রাগী বস’ হিসেবে পরিচিত। কিন্ত বাড়িতে অনিমেষের ‘বস’ তার মা। একসময় ছেলের অফিসে একজন কর্মচারি হিসাবে যোগ দেন তার মা। উদ্দেশ্য ছেলের রাগী মেজাজে বদল আনা।
এমন মায়ের চরিত্রে দীর্ঘ ২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী। ১৯৬৭ সালে ২০ বছর বয়সে অভিনয় শুরু করা রাখী গুলজার সিনেমার জগত থেকে অনেকটাই সরে যান আশির দশকের মাঝামাঝিতে। মাঝে ফিরেছিলেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের সিনেমা ‘শুভ মহরৎ’ এবং গৌতম হালদারের ‘নির্বাণ’ দিয়ে। এরপর আবার প্রায় হারিয়েই গিয়েছিলেন এই অভিনেত্রী।
তবে বিরতি ভেঙে আবারো ফিরেছেন জুটি নন্দিতা রায়ের পরিচালিত ’আমার বস’ সিনেমায়। গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। জানা গেছে আগামী ৯ মে মুক্তি পাবে রাখীর ‘আমার বস’ সিনেমা।