শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:১৫, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৫১, ৫ এপ্রিল ২০২৫
সামাজিক যোগাযোগমাধমে বিয়ের ছবি প্রকাশ করে রাবা খান লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা’। একই পোস্টে বিয়ের তারিখটিও (৪ এপ্রিল) উল্লেখ করেন তিনি।
রাবা ও আরাফাতের বিয়ে নিয়ে ভক্তদের পাশাপাশি উচ্ছ্বসিত দেশের তারকাঅঙ্গনও। উল্লেখযোগ্য বেশ কিছু তারকা তাদের জন্য সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। পরিচালক আদনান আল রাজিব তাদের বিয়ের ছবি ও পোস্ট নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের মাঝ।।
এদিকে রাবা খান একজন সফল কনটেন্ট ক্রিয়েটর ও লেখক হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। অন্যদিকে, আরাফাত মহসিন গান গাওয়ার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছেন। এই বিয়ের মাধ্যমে শোবিজ অঙ্গন আরও এক জুটিকে পেল, যারা ব্যক্তি ও পেশাগত জীবনে দুজনই আলোচিত ও প্রশংসিত।