ঢাকা, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
ঈদের মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা
Scroll
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
Scroll
আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ
Scroll
আইএমএফের সঙ্গে বৈঠক, ভ্যাট সিঙ্গেল রেটে একবারে আনা সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
Scroll
পাল্টা শুল্ক: যুক্তরাষ্ট্র প্রশাসনকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার
Scroll
মারা গেছেন আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা
Scroll
কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নুরুল্লাহ তরুন
Scroll
সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে জোরালো বিক্ষোভ
Scroll
৯ দিনের টানা ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

একযোগে দেশের চার শহরে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:১০, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৫০, ৫ এপ্রিল ২০২৫

একযোগে দেশের চার শহরে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট

রমজানের কারণে স্বাধীনতা দিবস কনসার্ট ২৬ মার্চ আয়োজন করা না গেলেও এবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট। আগামী ১১ এপ্রিল বেলা ৩টায় কনসার্টটি শুরু হবার কথা রয়েছে।  

ঢাকার কনসার্টটি আয়োজন করা হবে মানিক মিয়া এভিনিউতে। এতে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস। এরআগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস কনসার্টেও জেমসের পরিবেশনা মধ্যদিয়ে আয়োজন শেষ হয়েছিল। জেমস ছাড়াও ঢাকায় আরও গান পরিবেশন করবেন দেশের প্রথম সারির ব্যান্ড ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আপেক্ষিক, আফটার ম্যাথ, সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।

গতকাল (৪ এপ্রিল) মানিক মিয়া অ্যাভিনিউ পরিদর্শনে যান সবার আগে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা এ
অনুষ্ঠানটির আয়োজন করছি। বিগত সরকারের আমলে ভারতীয় শিল্পীদের এনে অনুষ্ঠান করা হতো। ইদানীং পাকিস্তানি শিল্পীদের নিয়ে আসা হচ্ছে। আমরা মনেপ্রাণে এই বাংলাদেশকে ধারণ করতে চাই। আমাদের দেশে অনেক মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন। ‍যারা যোগ্যতা দিয়ে নিজেদের নাম জানান দিতে সক্ষম হয়েছেন। তাদেরকে ব্র্যান্ডিং করতেই জাতীয় দিবসগুলোয় এই কনসার্টের আয়োজন। আমাদের দেশের যে প্রতিভা আছে, তা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং নিজেদের সংস্কৃতিকে সঙ্গে নিয়েই সামনের পথ চলতে চাই।’

এদিকে, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গান শোনাবে ব্যান্ড মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকনসাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যাল, সংগীতশিল্পী কিরণ দাস, ইমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু, পরাণ আহসান, আকলিমা মুক্তা ও ঋতুরাজ।

অন্যদিকে খুলনা জেলা স্টেডিয়ামে দর্শক মাতাবে ব্যান্ড ওয়ারফেজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কাগুল, কুঁড়েঘর, বিবর্তন, সংগীতশিল্পী মনির খান, আসিফ আকবর, বালাম, তাহসান খান, কনা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাউল, রুখসার রহমান, লিজা ও পলাশ।

বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে গাইবে ব্যান্ড আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, এমএনবি, ভাইকিংস, বাগধারা, সংগীতশিল্পী খুরশীদ আলম, বেবী নাজনীন, কনকচাঁপা, আলম আরা মিনু, হৃদয় খান, কর্নিয়া, মিজান, লুইপা, কে জেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মুহিন।

১১ এপ্রিল চার শহরে একযোগে শুরু হবে কনসার্ট। বেলা ৩টায় শুরু হবে মূল আয়োজন। চলবে রাত ১১টা পর্যন্ত। গানের পাশাপাশি এই আয়োজনে বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান, সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরা হবে বলে জানিয়েছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

আরও পড়ুন