শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৩৪, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:০৫, ৫ এপ্রিল ২০২৫
ঈদের দিন (৩১মার্চ) বিকেলে নাটকটি উন্মুক্ত করা হয়। ‘তোমাদের গল্প’ নাটকটি রিলিজের চার দিনে দেখা হয়েছে ৫০ লাখ বারের বেশি।
যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার গল্পে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশিরভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা।
রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর প্রতি ভালোলাগার কথা জানিয়েছেন ভক্তরা।
দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালোলাগার অনুভূতি জানিয়েছেন। তাদের কথায় ঈদের বিনোদনে এটি একটি শ্রেষ্ঠ নাটক।