শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৪৩, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২০, ৫ এপ্রিল ২০২৫
বাবা সেলিম খানের সঙ্গে সালমান খানের সম্পর্ক বন্ধৃত্বের। ছেলের বয়স প্রায় ৬০ হতে চলল, কিন্তু বাবার কাছে এখনো আগের মতোই রয়েছেন। ছেলের যেকোনো কাজে সবসময় তার পাশে থেকে সমর্থন জোগান সেলিম খান।
সম্প্রতি সেলিম খান নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, ছেলের সব কাজ তাকে সন্তুষ্ট করতে পারে না। আর তখন তিনি ছেলেকে শাস্তি দিয়ে সঠিক পথে নিয়ে আসেন। সেলিন খান বলেন, ওর কোনো কাজ আমার অপছন্দ হলে এবং ভুল কিছু করলে, আমি কথা বলাই বন্ধ করে দিই।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, একদিন সালমান আমার কাছে আসে। বলে, আমি যা করেছি ভুল করেছি, ক্ষমা করে দাও। সেলিম মনে করেন এটা মনুষ্যত্বের লক্ষণ।
ওই সাক্ষাৎকারে বাবা-ছেলের সম্পর্ক প্রসঙ্গেও সেলিম খান তার মনের কথা তুলে ধরেন। এ বিষয়ে প্রবীণ এই চিত্রনাট্যকার মনে করেন, বাবা-ছেলের সম্পর্কের মধ্যে ভয়ের কোনো জায়গা নেই। তার বাবার সঙ্গে সেলিমের ভয়ের সম্পর্কই ছিল না বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।