শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৯:০৭, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৪৯, ৫ এপ্রিল ২০২৫
ঘটনাটি ঘটে পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে। পাকিস্তানের হয়ে তখন ব্যাট করছিলেন তাইয়েব তাহির, বল করছিলেন ডাফি। ওভারের চতুর্থ বল করতে গিয়ে পপিং ক্রিজে ঢুকেই বল ছাড়েন ডাফি, আর ঠিক তখনই পুরো স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে যায়। অন্ধকারে বল হাতছাড়া হয়ে চলে যায় সীমানার ওপারে।
তাইয়েব তাহির দ্রুত স্টাম্প ছেড়ে সরে যান, কিন্তু বল কোন দিক দিয়ে এলো, বুঝে উঠতে পারেননি উইকেটকিপারও। মুহূর্তের বিভ্রান্তি কাটিয়ে দর্শক ও খেলোয়াড়দের মাঝে হাস্যরস ছড়িয়ে পড়ে।
ধারাভাষ্যকাররাও বিস্ময় প্রকাশ করে বলতে থাকেন, ক্রিকেট মাঠে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা অনেকবার দেখলেও কখনো বোলারের হাত থেকে বল বেরিয়ে যাওয়ার মুহূর্ত ঘটতে দেখেননি।
এই নাটকীয়তার ম্যাচে ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তান গুটিয়ে গেছে ২২১ রানে। ফলে ৪৩ রানের জয় পেয়ে সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড।