ঢাকা, রোববার, ০৬ এপ্রিল ২০২৫

২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

কোরিয়ান অভিনেতার জেল, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:১৯, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৪৬, ৫ এপ্রিল ২০২৫

কোরিয়ান অভিনেতার জেল, কিন্তু কেন?

দক্ষিণ কোরিয়ান অভিনেতা ও ইয়াং সু ‘স্কুইড গেম’ সিরিজে অভিনয় করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে।  তবে, ২০২২ সালের নভেম্বরে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন এক নারী। এবার দোষী প্রমাণিত হওয়ায় অভিনেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

৮০ বছর বয়সী এই বৃদ্ধকে প্রথমে দুই বছরের প্রবেশনকালসহ ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সম্প্রতি আদালত এক রায়ের মাধ্যমে তার সাজা বাড়িয়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
ও ইয়াং সুর বিরুদ্ধে দুটি পৃথক অনুষ্ঠানে একজন নারীকে জোরপূর্বক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। যদিও এই অভিযোগ বরাবরই তিনি অস্বীকার করে এসেছেন।

আদালতের রায়ের পর গণমাধ্যমে অভিনেতা জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। পাশাপাশি এ-ও দাবি করেন, অভিযোগকারীর কাছে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। বিষয়টি বেশি দূর গড়াক এমনটা তিনি চাননি, যদিও আইনের কাছে কোনো অনুরোধই খাটেনি অভিনেতার।

দীর্ঘ ক্যারিয়ারে এই বিতর্কিত ঘটনা অনেককে অবাক করেছে। শেষ পর্যন্ত আদালতের রায় তাকে দোষী সাব্যস্ত করেছে।
 

আরও পড়ুন