শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:৫৪, ৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৫৫, ৫ এপ্রিল ২০২৫
‘জংলি’র প্রযোজনা-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিনেমাটির পোস্টার, টিজার ও কিছু ফুটেজ দেখেই দক্ষিণ ভারতীয় নির্মাতারা রিমেকের ব্যাপারে আগ্রহ দেখান। পোস্ট-প্রোডাকশন পর্যায় থেকেই এই আলোচনার শুরু। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে প্রযোজক রিমেকের অনুমতি দিতে পারেন বলেও জানায় সূত্রটি।
এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘আমাদের সিনেমার সম্পাদনা বাংলাদেশে হলেও কালার গ্রেডিং হয়েছে ভারতে। পোস্ট-প্রোডাকশনের সময় দক্ষিণ ভারতের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সিনেমাটির রাফ কাট দেখেছে এবং সেখান থেকেই তাদের আগ্রহ তৈরি হয়।’
তিনি আরও বলেন, ‘এর আগে আমাদের সিনেমাগুলো অন্য দেশে ডাবিং করে মুক্তি পেত। কিন্তু এবার তারা রিমেক রাইটস চাচ্ছে—যা আমাদের জন্য দারুণ একটা বিষয়। যদি সবকিছু ঠিকঠাক হয়, চলতি সপ্তাহেই এ নিয়ে একটি চুক্তি হতে পারে।’
এম রাহিম পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু প্রমুখ।