শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৩৪, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৫৩, ৬ এপ্রিল ২০২৫
তবে ‘সিআইডি’ থেকে চিরতরে সরে যাচ্ছেন এসিপি প্রদ্যুমান চরিত্রের অভিনেতা শিবাজি সাতম। আর এ খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের।
ভারতীয় গণমাধ্যম বলছে, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শীঘ্রই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমান; আর এই মৃত্যুর মধ্য দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমান অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।
এদিকে অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমান। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’
জানা যায়, অভ্যন্তরীণ সমস্যার কারণে এই শো ছাড়ছেন অভিনেতা। তাই এর মধ্যেই নতুন 'এসিপি'র খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।
এসিপি প্রদ্যুমান চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।