শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৬, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৫৫, ৬ এপ্রিল ২০২৫
বুবলীকে কাছ থেকে একনজর দেখতে সিনেমা হলের সামনেই দর্শক ও ভক্তদের উপচে পড়া ভীড়। বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই ভিডিও। মাত্র ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘জংলি’ সিনেমা ও দর্শকদের রিয়েকশন দেখতে মিরপুর সনি সিনেমা হলে উপস্থিত হন বুবলী। এ সময় তার সঙ্গে ছিলেন সিনেমার আরেক অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
এ সময় বুবলী পরেছিলেন কালো রংয়ের সালোয়ার- কামিজ এবং দীঘি এসেছেন অ্যাশ রংয়ের শাড়ি পরে। দর্শকের ভিড় ঠেলে এ দুই অভিনেত্রীকে রীতিমতো যুদ্ধ করে হলে প্রবেশ করতে হয়।
তবে দর্শকের উচ্ছ্বাস ও ভালোবাসা দেখে বুবলী ও দীঘি দুজনেই খুশি। তারা বলেন, দর্শকের জন্যই সিনেমায় অভিনয় করি। আর ভক্তরা যখন হলে সিনেমা দেখতে আসে সত্যি তা অনেক ভালো লাগে। এ অনুভূতি ভাষায় বলে বোঝানো কঠিন।
এবারের ঈদে মুক্তি পায় নির্মাতা এম রহিমের সিনেমা ‘জংলি’। সিনেমাটি দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকপ্রিয়তায় সাড়া ফেলেছে।