শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৩৭, ৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:১১, ৬ এপ্রিল ২০২৫
বলিউড অভিনেতা রণবীর কাপুর। অভিনয় দক্ষতা দিয়ে প্রতিনিয়ত ভক্তদের মন জয় করে আসছেন তিনি। তবে রণবীর ভক্তদের জন্য নতুন খবর হলো এবার তিনি হলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন।
বলিউডে ‘অ্যানিমাল’ ছবির বিশাল সাফল্যের পর রণবীর বর্তমানে একাধিক আলোচিত সিনেমায় অভিনয়ে ব্যস্ত রয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ‘অ্যানিমাল পার্ক’-ছবির সিক্যুয়েল, ঐতিহাসিক ছবি ‘রামায়ণ’ যেখানে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ নামের একটি বড় বাজেটের ছবি, যেখানে তার সঙ্গে আছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।
তবে এবার টেলিচক্কর-এর এক প্রতিবেদনে উঠে এসেছে রণবীর কাপুর আন্তর্জাতিক পরিসরে আলোচনায় এসেছেন জনপ্রিয় ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে। প্রতিবেদন অনুযায়ী অ্যাকশনধর্মী ব্লকবাস্টার নির্মাতা মাইকেল বের পরিচালনায় নতুন বন্ড ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য রণবীরের নাম বিবেচনা করা হচ্ছে।
তবে সিরিজটির নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৫ সালের জুন মাসে, যদিও রণবীর কাপুরের সংশ্লিষ্টতা নিয়ে এখনো পর্যন্ত তার টিম বা মাইকেল বের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবও খবরটি ইতোমধ্যেই বলিউড ও হলিউডের ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।