শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৫৯, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২৭, ৭ এপ্রিল ২০২৫
সেই রেশ কাটতে না কাটতেই আবার বিয়ের পিঁড়িতে দেখা গেল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেনকে। অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের পর পরিণয় হলো।
রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন— 'আলহামদুলিল্লাহ'।
জামিলের স্ত্রী মুনও একজন ছোটপর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পান মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। আর সেখান থেকেই তাদের পরিচয়। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন মুন। অবশেষে সংসার জীবনের সূচনা করলেন এ অভিনেত্রী।
এদিকে বিয়ের খবরে বিনোদন জগতের তারকাদের পাশাপাশি ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন।