শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৫৮, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৫১, ৭ এপ্রিল ২০২৫
৭ দিন পর অবশেষে সেঞ্চুরি হাঁকিয়েছে তার অভিনীত সিনেমা, পার হলো ১০০ কোটির গণ্ডি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘সিকান্দার’ মুক্তির ৮ম দিনে ৪.২৫ কোটি রুপি আয় করেছে এবং ৮ দিনে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১০২ কোটি রুপি ।
এদিকে, বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সিকান্দার’ ২০০ কোটির ক্লাবের দিকে এগিয়ে চলেছে। ‘সিকান্দার’-এর প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির ৭ দিনে বিশ্বব্যাপী ১৮৭.৮৪ কোটি রুপি আয় করেছে।
সিকান্দার প্রথম দিন আয় করে ২৬ কোটি, ২য় দিন ২৯ কোটি, তৃতীয় দিন ১৯.৫ কোটি, চতুর্থ দিন ৯.৭৫ কোটি, পঞ্চম দিন ৬ কোটি, ষষ্ঠ দিন ৩.৫ কোটি, সপ্তম দিন ৪ কোটি, অষ্টম দিন ৪.৫০ কোটি । এতে ছবিটির মোট সংগ্রহ হয় - ১০২.২৫ কোটি রুপি।