শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:২৯, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:০৩, ৭ এপ্রিল ২০২৫
রোববার ( ৬ এপ্রিল) রাতে প্রচারিত হওয়া গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়ে মানসী পেয়েছেন নগদ ২৫ লাখ রুপি এবং একটি ব্র্যান্ড নিউ গাড়ি। এছাড়া তিনি বেশকিছু প্লেব্যাকের অফারও পেয়েছেন।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানসী বলেন, ‘আমার পরিবারের সবাই ফাইনালের জন্য এসেছিল। সবাই কাঁদছিল, আনন্দ করছিল। কিন্তু জয়ের পরে আমার প্রথম প্রতিক্রিয়া কী হওয়া উচিত, সেটা বুঝতে পারছিলাম না। আমরা সবাই খুব খুশি। জীবন একেবারে বদলে গিয়েছে।’
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী ঘোষ। মাত্র চার বছর বয়সে মা-বাবার ইচ্ছায় গান শেখা শুরু তার। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেন মানসী। স্টেজ শো করে রোজগার শুরু হয় ১৫-১৬ বছর বয়স থেকে। পরিবারের পাশে দাঁড়াতে মানসী প্রচুর স্টেজ শো করেছেন, সমানতালে পড়াশোনাও চালিয়েছেন।
এর আগে ২০২১ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সুপার সিঙ্গারে অংশগ্রহণ করেন মানসী। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হন মানসী।