শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:২৮, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৫৭, ৭ এপ্রিল ২০২৫
ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী আপিয়া নুসরাত বর্ষা ও শবনম বুবলিকে সম্প্রতি একটি ফটোশুটে দেখা গেছে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তাদের ফটোশুটের লুক। সেখানে দেখা যায়, কমলা রঙের শাড়ি পরে চুল খোপা করেছিলেন বুবলী। অন্যদিকে হালকা সবুজ রংয়ের শাড়িতে চুল খোলা রেখে ক্যামেরায় পোজ দেন বর্ষা।
একসঙ্গে এই দুই অভিনেত্রীকে দেখতে পেয়ে কমেন্ট বক্সে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে নেটিজেনদের । অনেকে বলছে দুইজনকে বান্ধবীর মতো লাগছে। তবে কি কারণে দুই অভিনেত্রী এক সঙ্গে ফটোশুটে আসছেন তা এখনও জানা যায়নি।
সিনেমাজগতে ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’-এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে তার বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল। অন্যদিকে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে শবনম বুবলীর।