শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:১১, ৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৪১, ৭ এপ্রিল ২০২৫
সোমবার ( ৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন প্রভা। এতে ক্রিকেটার নাসির হোসেন ও ইউটিউবার সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে প্রশংসা করেন এই অভিনেত্রী।
ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি, যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।’
প্রভা আরও লেখেন, ‘যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।’
তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন ধারণা হলো? এক্ষেত্রে ভক্তরা সংগীতশিল্পী শেখ সাদীকে অনুমান করছেন।
কারণ সম্প্রতি আদালত থেকে গৃহকর্মী র্নিযাতন সব যায়গাতেই পরীমণির পাশে ছিলেন শেখ সাদী।