শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:১৬, ৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:১০, ৮ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল সারা বিশ্বে ডাকা হয় ‘গ্লোবাল স্ট্রাইক’। এতে সমর্থন জানান দেশের সাধারণ মানুষ। সিনেমা প্রদর্শনীতেও দেখা গেছে এই প্রতিবাদ।
তবে পূর্ব পরিকল্পিত এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন দাগি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এসময় উপস্থিত ছিলেন, ‘দাগি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, সিনেমার সহ–প্রযোজনা প্রতিষ্ঠান চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, সাংবাদিক ও সাহিত্যিক সাজ্জাদ শরিফ এবং আনিসুল হক।
অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, আফরান নিশো, তমা মির্জা, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, সোহেল মন্ডল, সাদিয়া আয়মান, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতমসহ অনেকে। এছাড়া প্রতিবাদ কর্মসূচীতে সংগীতশিল্পী সাজিদ সরকার, মাশা ইসলামও উপস্থিত ছিলেন।
এ সময় ফিলিস্তিনে এই গণহত্যার প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে নীরবতাও পালন করা হয়।