ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

গ্রেফতার হতে পারেন মালাইকা অরোরা!

প্রকাশ: ১৮:১৯, ৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:২০, ৮ এপ্রিল ২০২৫

গ্রেফতার হতে পারেন মালাইকা অরোরা!

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ২০১২ সালের একটি মারামারির মামলায় সাক্ষী হিসেবে আদালতে হাজির না হওয়ার কারণেই এই পরোয়ানা জারি করা হয়েছে।

জানা যায়, ২০১২ সালে একটি পাঁচ তারকা হোটেলে একজন এনআরআই ব্যবসায়ীর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন সাইফ আলি খান। সেখানে সেসময় হাজির ছিলেন মালাইকা অরোরাও। আর সেই মামলায় সাক্ষী হিসেবে হাজির হতে বলা হয়েছিল মালাইকাকে। তবে তিনি বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। আর তাই এবার মলাইকা অরোরার বিরুদ্ধে আবারও জামিনযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করেছে মুম্বইয়ের একটি আদালত।

এদিকে , এই মামলার আরেক প্রত্যক্ষদর্শী এবং মালাইকার বোন অমৃতা অরোরা সম্প্রতি আদালতে সাক্ষ্য দিয়েছেন। তার বয়ানে তিনি ঘটনার আগের পরিস্থিতি এবং সাইফ আলি খানের আচরণের কথা উল্লেখ করেছেন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফ আলি খান বরাবরই অস্বীকার করে এসেছেন। তার দাবি, এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মা তাদের টেবিলে এসে মহিলাদের উত্ত্যক্ত ও গালিগালাজ করেছিলেন, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সেই রাতের ডিনার পার্টিতে সাইফ আলি খান, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, মালাইকা অরোরাসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

তবে এই মামলায়, সইফ আলি খান এবং তার দুই বন্ধু শাকিল লাডাক এবং বিলাল আম্রোহী ভারতীয় দণ্ডবিধির ধারা ৩২৫ অনুসারে অভিযুক্ত হয়েছেন।
 

আরও পড়ুন