শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৪২, ৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৫৩, ৯ এপ্রিল ২০২৫
তবে সম্প্রতি মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর প্রেমের সম্পর্ক সামনে আসলে আরো ক্ষোভে ফেটে পড়েন এই অভিনেত্রী। তিনি বলেন, ৬০ বছরে পা দিয়েছে গোবিন্দ। প্রায় অর্ধক বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে। সে কারণে তাদের সংসারে অশান্তি।
বিবাহ বিচ্ছেদ নিয়ে এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি অথবা গোবিন্দ বিচ্ছেদ নিয়ে কোনো কথা না বলা অবধি কিছু বিশ্বাস করবেন না।’
গত অক্টোবরে নিজের রিভলভারের গুলিতে জখম হন বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ গোবিন্দ। তখন সবাই প্রশ্ন তোলে সুনীতাই কি তাহলে রাগের মাথায় পায়ে গুলি করেছেন? তবে অভিনেতা অবশ্য বিষয়টি দ্রুত ধামাচাপা দিয়ে বলেন, সুনীতা সেই সময় বাড়িতে ছিল না।