ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

‘বরবাদ’ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাকিব খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:১৫, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৩৬, ১০ এপ্রিল ২০২৫

‘বরবাদ’ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাকিব খান

আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি দেওয়া হবে ‘বরবাদ’। উত্তর আমেরিকার দেশ দুটিতে ছবিটি পরিবেশনা করবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। শাকিব খান এই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে সিনেমা পরিবেশনা শুরু করবেন।

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এই ফিল্ম প্রডাকশন হাউজটি সিনেমা নির্মাণের পাশাপাশি এখন থেকে নিয়মিত নর্থ আমেরিকা (এসকে ফিল্মস ইউএসএ) এবং গলফে (এসকে ফিল্মস ইউএই) সিনেমা পরিবেশনা করবে। 

বুধবার (৯ এপ্রিল) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসকে ফিল্মস ইউএসএ’র সার্বিক তত্ত্বাবধায়ক বদরুদ্দোজা সাগর। 

এসময় তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র, কানাডার প্রবাসীরা বরবাদ দেখার জন্য অনেক আগ্রহী। এসকে ফিল্মস ইউএসএ এসব দর্শকদের আগ্রহকে সম্মান জানিয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় বরবাদ অফিশিয়ালি আন্তর্জাতিকভাবে রিলিজ করছে।’

এছাড়াও তিনি আরো বলেন,‘অচিরেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়াতে এসকে ফিল্মস চলচ্চিত্র পরিবেশনা শুরু করবে। ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ 

যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে বাঙালী কমিউনিটি রয়েছে, সেসব স্থানের থিয়েটারগুলোতে চলবে ‘বরবাদ’। প্রথম সপ্তাহে ৩৫ থেকে ৪০টি থিয়েটারে এটি মুক্তি পাবে।  

১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের যেসব শহরে বরবাদ চলবে সেগুলো হলো , নিউইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসে, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়া। এদিকে, ১৯ এপ্রিল কানাডার বাঙালী জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া ও টরেন্টো-এই তিন শহরে চলবে বরবাদ।

আরও পড়ুন