শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০৯, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৩১, ১১ এপ্রিল ২০২৫
১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটির সেই অবিস্মরণীয় প্রতীকী ভঙ্গি, যেখানে একে অপরকে আলিঙ্গন করছেন শাহরুখ-কাজল! তেমনই এক মূর্তি এবারের বসন্তে ‘সিনস ইন দ্য স্কোয়ার’ ফিল্মের ট্রেইলে জায়গা করে নিবে।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র শুটিং হয়েছিল লন্ডনের কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক আর হর্সগার্ডস অ্যাভিনিউ-এর মতো একাধিক স্পটে। এবার সেই সব মুহূর্তের সাক্ষী হতে চলেছে লন্ডনের রাজপথও।
আয়োজক সংস্থা ‘হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালিয়েন্স’ জানিয়েছে, ‘ডিডিএলজে’র এই সম্মান ৩০ বছর পূর্তির শ্রদ্ধাঞ্জলি।