ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান ‘আকাশে উড়ছে মৃত লাশ’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৪৭, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২০, ১১ এপ্রিল ২০২৫

একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান ‘আকাশে উড়ছে মৃত লাশ’

‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামে নতুন গান নির্মান করেছেন বাংলাদেশের একঝাঁক সংগীতশিল্পী। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই গানটি এক ব্যতিক্রমী সংগীতিক প্রতিবাদ বলে মনে করছেন অনেকে।

নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন-আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে?

প্রযোজনা দলের ভাষ্যমতে—‘ফিলিস্তিনিদের কান্না আমাদের কানে পৌঁছানো উচিত। আমাদের দায়িত্ব তাদের কথা শোনা। যদি আমাদের ক্ষুদ্র কণ্ঠস্বরও তাদের বাঁচানোর চেষ্টায় সামান্যতম অবদান রাখতে পারে, তবেই আমাদের প্রতিবাদের অর্থ থাকে। গাজার জন্য প্রার্থনা করুন। ন্যায়বিচারের পাশে থাকুন। মানবতার পাশে থাকুন।’

আরও পড়ুন