শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:১১, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:০৩, ১১ এপ্রিল ২০২৫
সিনেমায় খোলা পিঠে বহু নায়িকা দেখা দিয়েছেন। সেই উন্মুক্ত পিঠে টলিউড একে দিলো কবিতা। বাংলা নববর্ষের আগে মুক্তি পেল উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ‘আমার বস’ ছবির আরও একটি গান ‘মালাচন্দন’। এই গানে শ্রাবন্তীর খোলা পিঠে জয় গোস্বামীর কবিতা লিখলেন অভিনেতা শিবপ্রসাদ।
পরিচালক শিবপ্রসাদ মনে করেন, ছবিতে আজকাল হারহামেশাই চুমুর দৃশ্য দেখা যায়। তবে সেই সাধারণ চুমুর দৃশ্যের বদলে খোলা পিঠে কবিতা লেখার দৃশ্য সবাইকে সম্মোহিত করবে। তাই ঠোঁটের বদলে শ্রাবন্তীর খোলা পিঠের সম্মোহনকে মেলে ধরলেন অভিনেতা শিবপ্রসাদ।
‘কণ্ঠ’ সিনেমার উদাহরণ দিয়ে শিবপ্রসাদ বলেন, “আমার প্রেম একেবারেই আসে না! পরিচালক নন্দিতা রায় প্রায় বেত মেরে মেরে আমায় দিয়ে প্রেমের দৃশ্য করান।”
গত পুজোয় ‘বহুরূপী’ ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রযোজক-পরিচালক-অভিনেতার ঘনিষ্ঠ দৃশ্য চর্চার বিষয় হয়েছিল। পর্দায় সাধারণত শিবপ্রসাদকে এতটাও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় না। সে কথা তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন।
তিনি আরো বলেছেন, “এই ধরনের দৃশ্যে আমি যে কতটা আড়ষ্ট সেটা কেবল নন্দিতাদি জানেন। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হাত-পা কাঁপতে থাকে। শেষে নায়িকাদেরই এগিয়ে আসতে হয়। আমায় কাছে টেনে নিতে হয়। তাঁদের সহযোগিতায় ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ে পাশ করে যাই।”
সবশেষে শিবপ্রসাদ বলেন, ‘পর্দায় আমার আর শ্রাবন্তীর সম্পর্ক কবিতার মতো। যেখানে সম্পর্কের টানাপড়েন, লড়াইয়ের মধ্যেও কোথাও মুগ্ধতা থাকে।’
শিবপ্রসাদের মতে, প্রেমে পড়লে মানুষ অনেক কিছুই করেন। বাস্তবে প্রেমিক-প্রেমিকা অনেক সময়েই শরীরে ট্যাটু বা উল্কি এঁকে সেই অনুভূতির প্রকাশ করে । তবে‘ আমার বস’ সিনেমাতে নায়িকার খোলা পিঠে কবিতা লিখে নতুন দিগন্ত শুরু করলেন পরিচালক।