ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ছোটবেলায় যৌন হেনস্তার শিকার হয়েছেন চাহাত খান্না

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:২৪, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪৫, ১৩ এপ্রিল ২০২৫

ছোটবেলায় যৌন হেনস্তার শিকার হয়েছেন চাহাত খান্না

হিন্দি ধারাবাহিক ‘বাড়ে আচ্ছা লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করেছেন চাহাত খান্না। এই ধারাবাহিকে অভিনয় করে হয়েছেন জনপ্রিয়। তার ব্যক্তিগত জীবন খুব একটা সুখকর ছিল না। ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেন এই অভিনেত্রী তবে বেশিদিন টেকেটি এই সংসার। নিজ ধর্মের রীতিনীতি মেনে আরেকটি বিয়ে করলেও স্থায়ী হয়নি সেই বিয়েও।

বিবাহবিচ্ছেদের পর গায়ক মিকা সিংয়ের সঙ্গে তার সম্পর্কের খবরও শোনা যায়। কিন্তু সেটাও খুব বেশিদিন টেকেনি।

এবার চাহাত মুখ খুললেন যৌন হেনস্তা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাত বলেন, ‘আমাদের বিল্ডিংয়ের এক বাঙালি চাচা ছিলেন, যিনি আমার জন্য চকলেট নিয়ে আসতেন প্রায় দিন। কোলে বসাতেন। তখন বুঝতে পারিনি, এই উছিলায় কী করছেন! বহু বছর পর আমার এক বন্ধু তার নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হলো, এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে।’

চাহাত ১৬ বছর বয়সেই বিনোদন জগতে প্রবেশ করেন। ২০০২ সালে প্রদীপ সরকারের সঙ্গে ক্যাডবেরির একটি বিজ্ঞাপনে তিনি প্রথম কাজ করেছিলেন। ২০০২ সালে সম্প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ‘শচী বাত সবি জগ জানে’ ধারাবাহিকে তিনি প্রথম অভিনয় করেন।’ 

আরও পড়ুন