শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:২১, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:১২, ১৩ এপ্রিল ২০২৫
এনিয়ে মুখ খুলেছেন, কাক্কার ফ্যামিলির বড় কন্যা প্লেব্যাক গায়িকা সোনু কাক্কার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লিখেন, ভাই টনি আর বোন নেহার সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। তিনি তাঁদের বড় বোন নন। তবে এই সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো কারণ বা কাউকে দায়ী করে কিছু বলেননি সোনু।
পরে পোস্টটি মুছে ফেললেও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কাক্কার পরিবারের এই ভাঙনের গল্প। তবে এই পোস্টের পর সোনু, টনি বা নেহার পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য আসেনি। কী কারণে এমন বিচ্ছেদের সিদ্ধান্ত সোনুর আর এর জন্য কে দায়ী, তা জানতে ভক্তদের অপেক্ষা যেন বাড়ছেই।
গান, আড্ডা কিংবা কোনো সাক্ষাৎকারে এই তিন ভাই-বোনের ভালোবাসার মধুর চিত্র উঠে এসেছে সব সময়। তবে এবার ভাঙনের খবর শুনে হতবাক ভক্ত- অনুরাগীরা।