শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৪৪, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:০৭, ১৩ এপ্রিল ২০২৫
সম্প্রতি নাতাশা একটি ফ্যাশন শো-তে অংশগ্রহণ করেন। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বোঝা যায়, র্যাম্প ওয়াকের সময় তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। কিন্তু সেখানে তিনি এমন কিছু করেন, যার ফলে রীতিমতো ঝড় উঠে যায় সকলের মনে।
ফ্যাশন শো-তে গোল্ডেন প্রিন্টের কালো রঙের অফ-শোল্ডার গাউন পরেছিলেন নাতাশা। এই গাউনের সঙ্গে পরেছিলেন লম্বা শ্রাগও। সোনালি রঙের বাহুবলি ঝুমকা ও নেকলেস ও ছিল। চুল কার্ল করে খোলাই রাখেন, সঙ্গে ম্যাচিং হিলস।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, র্যাম্পে হাঁটার সময় নাতাশা স্ট্যানকোভিচ প্রথমে তার গাউনের ওপরের শ্রাগ খুলে ফেলেন। ছুঁড়ে দেন মাটিতে। এরপর আরও এক রাউন্ড হাঁটার পর, গাউনে থাকা একটি বোতাম খুলে দেন। আর এতেই বদলে যায় পোশাকের লুক। সঙ্গে রীতিমতো বাড়তে থাকে তার সৌন্দর্য।
নাতাশাকে উৎসাহ দিতে র্যাম্পে দর্শক হিসেবে থাকেন তার প্রেমিকা আলেকজান্ডার।