শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৫:৩০, ১৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১২, ১৪ এপ্রিল ২০২৫
বাঙালি সংস্কৃতির ধারক পয়লা বৈশাখ। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। নতুন বছরের প্রথম দিন উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। বিশেষ এই দিনে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। বৈশাখ উদযাপনে উঠেছেন মেতে, নানা আয়োজনে বরণ করে নিচ্ছেন বাংলা নতুন বছরকে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছে তাদের নতুন বছরকে বরণ করে নেওয়ার মুহূর্তগুলো।
জয়া আহসান লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’ সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি, চুড়িতে শেয়ার করেছেন ১৬টি ছবি। যেখানে তার খোপায় জবা ফুলও দেখা যায়।
ছেলে রাজ্যের সঙ্গে গেল বছরের কিছু ছবি শেয়ার করে পরীমনি দিয়েছেন নতুন বার্তা। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কারোর জীবনের আনন্দের কারণ না হও কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে…’ যেখানে আগের বছরে ছবিগুলোর ক্যাপশন ছিল, ‘আমাদের বৈশাখী সন্ধে বিকেল। নববর্ষ ১৪৩১। আমার বাজান, তোমার সাথে রূপকথার জীবন আমার। শুকরিয়া।’
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি শেয়ার করে সবাইকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।
মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ নববর্ষ!’
রাফিয়াথ রশিদ মিথিলা লেখেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা...বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ...এসো..এসো। শুভ নববর্ষ ১৪৩২।’
আব্দুন নূর সজল তিনটি ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ নববর্ষ ১৪৩২। বছরটা আপনাদের সবার সুন্দর কাটুক।’
একাধিক ছবি শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘বৈশাখ’।
পিয়া জান্নাতুল লিখেন, ‘নতুন বছরের শুরু, নতুন আশার আলো। ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শেকড়কে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ। শুভ নববর্ষ!’