ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

মা শর্মিলার ক্যানসার প্রসঙ্গে যা বললেন সোহা 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৩৯, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:১৪, ১৫ এপ্রিল ২০২৫

মা শর্মিলার ক্যানসার প্রসঙ্গে যা বললেন সোহা 

ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ২০২৩ সালে প্রথমবার নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেন। তার ক্যানসার আক্রান্ত হওয়ার সংবাদে ভক্ত-অনুরাগীরা হতবাক হয়েছিলেন। সম্প্রতি তার মায়ের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়ে মুখ খুলেছেন মেয়ে সোহা আলি খান।

এক সাক্ষাৎকারে মায়ের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে খোলামেলা আলাপ করেন সইফ আলি খানের বোন সোহা।

অভিনেত্রী সোহা আলি খান জাানন,  তার মা শর্মিলা ঠাকুরের ক্যানসারের চিকিৎসা কেমোথেরাপি ছাড়াই সম্ভব হয়েছিল। কারণ এটা খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। তবে ক্যানসারের অংশ কেটে বাদ দেওয়া হয়। স্পর্শকাতর হলেও শর্মিলা এখন ভালো আছেন বলেও জানান তার মেয়ে সোহা। 

'রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির জন্য প্রস্তাব গিয়েছিল শর্মিলা ঠাকুরের কাছেও। আলিয়া ভাটের ঠাকুমার ভূমিকায় অভিনয় করার কথা ছিল তার। কিন্তু শরীরে মারণরোগ বাসা বাঁধায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন শর্মিলা ঠাকুর।

শর্মিলা ঠাকুর এর আগে নিজেই জানিয়েছিলেন, তিনি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় কাজের প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন। শুধু স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। সেবার করণের চ্যাট শোয়ে প্রথমবারের জন্য ছেলে সাইফ আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন শর্মিলা। তবে গত ১১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পুরাতন’। এই সিনেমায় অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর। এই সিনেমা দিয়ে  ১৪ বছর পর বাংলায় ফিরে এলেন শর্মিলা ঠাকুর।

 

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ
 

আরও পড়ুন