শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:৩১, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৫৭, ১৫ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
ছোটবেলার উৎসব উদযাপনের কথা স্মরণ করে ঋতুপর্ণা বলেন, ‘আমরা ছোটবেলায় নববর্ষের দিন বড়দের থেকে আশীর্বাদ নিতাম তারপর বাড়িতে পুজো করতাম। প্রতিবছর এই দিন আমরা নতুন পোশাক পরতাম। ভালো ভালো খাবার খেয়ে সকলের সঙ্গে আনন্দে মেতে উঠতাম আমরা।’
ঋতুপর্ণা আরো বলেন, ‘বাঙালির কাছে নববর্ষ মানেই হাল খাতা এবং মিষ্টি মুখ। সন্ধ্যেবেলা হতেই দোকানে দোকানে যেতাম মিষ্টি খেতে। এই আনন্দ মুখে প্রকাশ করা যায় না। এই আনন্দ একান্তই শুধু বাঙালিরাই বোঝে।’
২০২৪ এর শেষের দিকে মাকে হারিয়েছেন ঋতুপর্ণা। এবার তার মাকে ছাড়া প্রথম নববর্ষ। মায়ের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘এই বছর ভীষণভাবে মিস করছি মাকে। প্রতিবছর নববর্ষের সময় আমার ছবি মুক্তি পায়। এই বছরেও পেল। কিন্তু মাকে দেখাতে পারলাম না।’
মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করলেন তাঁর নতুন ছবি ‘পুরাতন’। সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাদের ‘পুরাতন’ মানুষের থেকে ভীষণ ভালোবাসা পেয়েছে। আমার যেন মনে হয় মা আমাকে দূর থেকেই আশীর্বাদ করছেন। এটাই বা কম কী পাওয়া! আমার এই নতুন সিনেমাই মায়ের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।’
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পুরাতন’। এই সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর, ইন্দ্রনীল সেনগুপ্ত।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ