শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৯:০৮, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:১১, ১৫ এপ্রিল ২০২৫
টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু সব হিসাব-নিকাশ উল্টে দিলেন ইনসান হোসেন। অতিরিক্ত সময়ে তাঁর গোলেই ফেডারেশন কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে তারা।
খেলার শুরুর দিকে ১৩ মিনিটে রহমতগঞ্জ গোলরক্ষককে একা পেয়েও ফয়সাল আহমেদ ফাহিমের কাটব্যাক থেকে গোল করতে পারেননি হুয়ান লেসকানো। ৪১ মিনিটে মোরসালিন শেখের ফ্রি কিক পোস্টের কিছুটা বাইরে দিয়ে চলে যায়। বিরতির পর আক্রমণের ধাল আরও বাড়াতে থাকে বসুন্ধরা। ৪৯ মিনিটে বক্সের ভেতর থেকে লেসকানোর ভলি পোস্টে লেগে ফিরে আসে।
বল দখলের লড়াইয়ে রহমতগঞ্জ খুব একটা পিছিয়ে ছিল না। আক্রমণেও যাচ্ছিল নিয়মিত। এর ফল তারা পায় ৭৫ মিনিটে। নাবিব নেওয়াজ জীবনের কাটব্যাক ক্লিয়ারের চেষ্টা করেছিলেন তপু বর্মন। কিন্তু পা-ই লাগাতে পারেননি তিনি। তাই বল চলে যায় সোলোমন কিংয়ের। দারুণ এক শটে রহমতগঞ্জকে এগিয়ে দেন তিনি।
আরেকটি হারের দ্বারপ্রান্তে থাকলেও বসুন্ধরা সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি। ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে সাদ উদ্দিনের কোনাকুনি শটে গোল নিশ্চিত করেন। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ গোলে।
তবে কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য ১১৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বসুন্ধারা কিংসের। রাকিব হোসেনের ক্রসে ইনসানের হেডে জাল কাঁপান ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার। আগামী ২২ এপ্রিল ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ