ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

মন ‘ডাকাতি’ করবেন শ্রাবন্তী, আগে চুরি করতেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:০৬, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৯, ১৬ এপ্রিল ২০২৫

মন ‘ডাকাতি’ করবেন শ্রাবন্তী, আগে চুরি করতেন

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সৌন্দর্য দিয়ে বহুবার বহু পুরুষের হৃদয় চুরি করেছেন। তবে এবার চুরি নয়, শ্রাবন্তী ‘ডাকাতি’ করতে আসছেন। এমন কথাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘তার মন চুরি করা অনেক দেখেছেন, এবার এই নববর্ষে সে আসছে সবার মন ডাকাতি করতে- কি রেডি তো?’

তবে পোস্টের সঙ্গে শ্রাবন্তী জুড়ে দিয়েছেনে একটি ভিডিও। সেখানে রয়েছে একটি আইটেম সং। গানের শুরুতে আলোর কায়দায় পর্দায় লেখা ফুটে ওঠে। আসছে মন মাতাতে শ্রাবন্তী। আর গানের কথাগুলো খানিকটা এই রকম- এ মনের সিন্দুকে, ছোড়া কি বন্দুকে গুলি মারে কে? মাঝ রাতে একা ঘরে ডাকাত পড়েছে…। আর ভিডিওর দৃশ্যায়নের শুরুতেই হাতে একটি মাছ নিয়ে ঢুকতে দেখা যায়। তারপর বন্দুক হাতে দেখা যায় শ্রাবন্তীকে। নিজের এই পোস্ট অভিনেতা যশ দাশুগুপ্তকে ট্যাগও করেছেন অভিনেত্রী। 

উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল আসছে যশ-নুসরাতের নতুন সিনেমা ‘আড়ি’। আর এ সিনেমারই আইটেম গানে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যে গানটি কিনা আজ বুধবার (১৬ এপ্রিল) মুক্তি পাচ্ছে। আর গানটি মুক্তির আগেই পোস্ট করে দর্শকদের জানান দিয়েছেন অভিনেত্রী।

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ 

আরও পড়ুন