শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:০৬, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৯, ১৬ এপ্রিল ২০২৫
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘তার মন চুরি করা অনেক দেখেছেন, এবার এই নববর্ষে সে আসছে সবার মন ডাকাতি করতে- কি রেডি তো?’
তবে পোস্টের সঙ্গে শ্রাবন্তী জুড়ে দিয়েছেনে একটি ভিডিও। সেখানে রয়েছে একটি আইটেম সং। গানের শুরুতে আলোর কায়দায় পর্দায় লেখা ফুটে ওঠে। আসছে মন মাতাতে শ্রাবন্তী। আর গানের কথাগুলো খানিকটা এই রকম- এ মনের সিন্দুকে, ছোড়া কি বন্দুকে গুলি মারে কে? মাঝ রাতে একা ঘরে ডাকাত পড়েছে…। আর ভিডিওর দৃশ্যায়নের শুরুতেই হাতে একটি মাছ নিয়ে ঢুকতে দেখা যায়। তারপর বন্দুক হাতে দেখা যায় শ্রাবন্তীকে। নিজের এই পোস্ট অভিনেতা যশ দাশুগুপ্তকে ট্যাগও করেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল আসছে যশ-নুসরাতের নতুন সিনেমা ‘আড়ি’। আর এ সিনেমারই আইটেম গানে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যে গানটি কিনা আজ বুধবার (১৬ এপ্রিল) মুক্তি পাচ্ছে। আর গানটি মুক্তির আগেই পোস্ট করে দর্শকদের জানান দিয়েছেন অভিনেত্রী।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ