ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

বাবা হলেন জহির খান  

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:৩৬, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৪০, ১৬ এপ্রিল ২০২৫

বাবা হলেন জহির খান  

২০১৭ সালে ভালোবেসে বিয়ে করেন সাগরিকা গাটগে ও জহির খান। বিয়ের ৮ বছর পর বুধবার তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক ছেলে সন্তান। ইনস্টাগ্রামে খুশির এই খবর জানিয়েছে ভারতের সাবেক তারকা পেসার জহির নিজেই।

সাদা-কালো ফ্রেমের সেই ছবিতে দেখা যাচ্ছে, ছেলের দিকে তাকিয়ে আছেন জহির। তাদের দুজনকে দুহাতে জড়িয়ে রেখেছেন সাগরিকা।

ছবির ক্যাপশনে সাগরিকা লিখেছেন, ‘ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ঐশ্বরিক আশীর্বাদের সঙ্গে প্রিয় ছেলে ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।’ জহির-সাগরিকার এই পোস্টে হরভজন সিং, আনুশকা শর্মাসহ অভিনন্দন জানিয়েছেন বহু বলিউড তারকা। 

‘চাক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান সাগরিকা। সেখানে একজন হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে অভিনয় অনেকটা ছেড়ে দিয়েছেন সাগরিকা।

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ 
 

আরও পড়ুন