শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:১৬, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৫৫, ১৬ এপ্রিল ২০২৫
তিনি আরও বলেন, ‘আমার পরিবার প্রতিবার এটা বললে চোখ ঘুরিয়ে দেখে, কিন্তু আমি এটা সত্যিই মানি। আমি অভিনয় ছেড়ে দেওয়ার ব্যাপারে সিরিয়াস… অনেক কিছু আছে যা আমি আমার জীবনে করতে চাই।"
অভিনয়ের জন্য কেট ব্লানচেট বহু পুরস্কার জিতেছেন। এর মধ্যে আছে দুটি অস্কার-২০১৪ সালে ‘ব্লু জ্যাসমিন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার এবং ২০০৫ সালে ‘দ্য অ্যাভিয়েটর’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।
সম্প্রতি তিনি জিম জারমুশ পরিচালিত ‘ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার’ নামে একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন, যেটি ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন তিনি 'আলফা গ্যাং' নামে একটি সায়েন্স-ফিকশন কমেডি সিনেমায় অভিনয় ও প্রযোজনার কাজ করছেন, যেটি পরিচালনা করছেন ডেভিড ও নাথান জেলনার।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ