শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৫৩, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:১১, ১৮ এপ্রিল ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘বস্টন পাবলিক’-এ শিক্ষক হ্যারি সিনেটের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান নিকি ক্যাট। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করার পর ‘ড্যাজড অ্যান্ড কনফিউজড’ ও ‘বয়লার রুম’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন নিকি ক্যাট।
ব্রিটিশ-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা কিস্ট্রোফার নোলানের ‘ইনসমনিয়া’ ও ‘দ্য ডার্ক নাইট’ সিনেমায়ও অভিনয় করেছেন নিকি কাট। এতে একজন সোয়াত টিমের সদস্যের ভূমিকা অভিনয় করেছিলেন তিনি।
নিকি ক্যাটের বেড়ে উঠা লস অ্যাঞ্জেলেসে। তিনি টেলিভিশনে শিশু অভিনেতা হিসেবে ‘গ্রেমলিনস’ ও ‘দ্য বার্বস’-এ ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করিছলেন।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ