শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:৩১, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:১৪, ১৬ এপ্রিল ২০২৫
তবে এদিন ক্যামেরা থেকে আড়াল করার চেষ্টা করেছেন স্ত্রীকে। ঠিক যেমন করেছিলেন ঈদের দিন, বোন অর্পিতা খানের বাড়ির পার্টিতে। ওইদিন সারাক্ষণ তিনি ক্যামেরা থেকে যেভাবে আগলে রেখেছেন স্ত্রীকে তা দেখেই গুঞ্জন ওঠে, শিগগিরই সুখবর আসতে চলেছে খান পরিবারে।
সেদিনের মতো এদিনও সুরাকে ঢিলেঢালা, বড় মাপের পোশাকে দেখা গেছে হাসপাতালে। সাধারণত গর্ভাবস্থা ঢাকতে মেয়েরা এই ধরনেরই পোশাক পরে থাকেন। যা দেখেই ভক্তরাও দুইয়ে দুই চার মেলাচ্ছেন।
মাত্র ১৬ মাস আগে বিয়ে হয়েছে তাদের। তার আগে অবশ্য রূপসজ্জাশিল্পী সুরার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আরবাজের। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজন।