ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:১৩, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৩২, ১৭ এপ্রিল ২০২৫

অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। অনেক দিন ধরে তিনি ক্যানসারসহ নানা রকম অসুখে ভুগছেন।

গতকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। অভিনেতার সহধর্মিণীর বরাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য সনি রহমান।

সনি রহমান বলেন, ‘অভিনেতা জাভেদ ভাই ক্যানসারে আক্রান্ত। এ ছাড়া নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। আজ (বুধবার) হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’ 

তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে উনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি। যে কোনো প্রয়োজনে আমরা পাশে আছি। এদিকে অভিনেতা জাভেদের স্ত্রী ডলি জাভেদ তার স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

১৯৬৩ সালে ঢাকার চলচ্চিত্রে নৃত্যপরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার চলচ্চিত্রে প্রথম নৃত্যপরিচালনা ছিল ১৯৬৪ সালে কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’। আর এ বছরই উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক সিনেমায়। তার অনেক কাজের মধ্যে ‘দোস্ত দুশমন’, ‘অন্ধ প্রেম’, এবং ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত। 

আরও পড়ুন