ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:৩৬, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৫৮, ১৭ এপ্রিল ২০২৫

আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫

ইউটিউবে জনপ্রিয় হওয়া ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন সিজন নিয়ে সুখবর দিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। দীর্ঘ দুই বছর পর আবারও দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে নাটকটির পঞ্চম সিজন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নির্মাতা কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।পোস্টে নাটকটির পঞ্চম সিজনের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- “দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট”।

এই ধারাবাহিক নাটকটি প্রচার শুরু হয়েছিল ২০১৮ সালে। একঝাঁক তরুণ চরিত্রকে ঘিরে গড়ে উঠা এই ধারাবাহিক খুব অল্প সময়েই এক শ্রেণীর দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে নাটকের কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরার মতো চরিত্রগুলো হয়ে উঠেছিল দর্শক প্রিয়। 

২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪-এর শেষ পর্ব। এরপর থেকেই সিজন ৫–এর অপেক্ষায় ছিলেন দর্শকরা।

ঢাকা এক্সপ্রেস/ এমএইচ

আরও পড়ুন