ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে শাকিবের ‘বরবাদ’ যাত্রা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:২৯, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৩৭, ১৮ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে শাকিবের ‘বরবাদ’ যাত্রা

গেল ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। দেশে ব্যাপক সফলতার পর এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ কাঁপাতে আজ (১৮ এপ্রিল) শুরু হতে যাচ্ছে বরবাদের শো। ইতোমধ্যে সেখানে অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে; আর তাতে দর্শকের সাড়াও রয়েছে যথেষ্ট।

একইসঙ্গে শাকিবের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস ইউএসএ- আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রের পরিবেশক হতে যাচ্ছে।  

এদিন বাংলাদেশ সময় ভোর ৫ টার দিকে এক ফেসবুক পোস্টে শাকিব খান লেখেন, ‘বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে ‘বরবাদ’। পরিবার, বন্ধুবান্ধব ও আপনজনদের নিয়ে নিকটস্থ থিয়েটারে গিয়ে উপভোগ করুন ‘বরবাদ’।’

দেশের সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, ‘বরবাদ’ দেখতে দর্শকের হুমড়ি খেয়ে পড়াটা ছিল লক্ষণীয়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির দিন থেকেই ছিল হাউজফুল। এবার বিদেশের প্রেক্ষাগৃহেও শাকিব খানের এই ছবি এমনই কিছু ঘটাতে যাচ্ছে। কারণ টিকিট ছাড়ার দিনই বিক্রি হয়ে গেছে অনেক শো- এর টিকিট। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, পেনিসিলভ্যানিয়া, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসে, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়াসহ বাঙালি অধ্যুষিত প্রেক্ষাগৃহগুলোতে ‘বরবাদ’ প্রদর্শিত হবে।

আরও পড়ুন