ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

কানে নিজের সিনেমা প্রদর্শনের আগেই মারা গেলেন ফাতিমা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:২০, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৪১, ১৮ এপ্রিল ২০২৫

কানে নিজের সিনেমা প্রদর্শনের আগেই মারা গেলেন ফাতিমা

গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বুধবার (১৬ এপ্রিল ) নিহত হয়েছেন ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতিমা হাসোনা। তিনি একটি ডকুমেন্টারি ফিল্মে কাজ করছিলেন। যা আগামী মে মাসে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার কথা ছিল।

ফাতিমা হাসোনা ছিলেন মাত্র ২৫ বছর বয়সী। তিনি ইসরায়েলি হামলায় নিহত সাধারণ মানুষের ছবি তোলার জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক সেপিদেহ ফারসি। ফারসি বলেন, হাসোনা তার বাড়িতে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে নিহত হন। 

ফারসি জানান, কয়েক মাস আগে ফাতিমার বাগদান হয়েছিল। কিছুদিন আগেই তিনি ফাতিমা এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। ফারসি বলেন, ‘ওর একজন বোন গর্ভবতী ছিল। দুই দিন আগে ভিডিও কলে ওরা আমায় বাচ্চার পেট দেখিয়েছিল। পরিবারের সবার একসঙ্গে মৃত্যু হয়েছে। এটা খুবই ভয়ানক আর হৃদয়বিদারক।’

‘পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ সিনেমায় কাজ করেছিলেন তিনি। সেটা কান চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়। সে খবরটা পেয়েছিলেন ফাতিমা। ফাতিমাকে কীভাবে কান উৎসবে নিয়ে যাওয়া যায়, সে তদবির করছিলেন ফারসি। সেখান থেকে কীভাবে গাজায় ফেরত আসবেন, তা নিয়ে ভাবনায় ছিলেন ফাতিমা। 

এই সিনেমাটি মূলত একটি ১১০ মিনিটের ডকুমেন্টারি। এটি ইসরায়েলের গাজা হামলা শুরুর পর প্রায় এক বছরের মতো সময় ধরে ফারসি এবং হাসোনার মধ্যে চলা কথোপকথনকে তুলে ধরে।

আরও পড়ুন