শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২২, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৩৮, ১৯ এপ্রিল ২০২৫
‘মাগুরার ফুল’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কবি ও গীতিকার মাহবুবুল খালিদ। গানে শিশু আছিয়ার স্বপ্ন, অপূর্ণতা এবং নির্মম পরিণতি তুলে ধরা হয়েছে ব্যথাতুর আবেগে। গানটি শুরু হয়েছে এই করুণ পঙক্তিতে- ‘মাগুরার ফুল, ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই… ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই।
গানটির সংগীতায়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। অডিওর সব কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে তৈরি হচ্ছে একটি মিউজিক ভিডিও, যা শিগগিরই প্রকাশিত হবে বলে জানা গেছে।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ