শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:২৮, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:০৮, ১৯ এপ্রিল ২০২৫
দুটি সিনেমার কাজ নিয়ে টানা এক বছর ব্যস্ত সময় কাটিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা প্রভাস। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রভাস এপ্রিল এবং মে মাসের বেশিরভাগ সময় ভারতের বাইরে থাকবেন। প্রভাস একাধিক ছবির জন্য শুটিং করছেন এবং এবার তার ছুটির প্রয়োজন। ছুটি কাটাতে ইতালিতে আছেন এবং জুনে আবার শুটিং শুরু করতে ফিরে আসবেন বলে জানা যায়।
মারুথি পরিচালিত ‘দ্য রাজা সাব’ সিনেমায় কাজ করছেন প্রভাস। ছবিটির প্রথম পোস্টারটি ইতোমধ্যে বেশ আলোচিত হয়েছে। ছবিতে প্রভাসকে এমন এক চরিত্রে দেখা যাবে যা আগে কখনও দেখা যায়নি। তিনি হনু রাঘবপুদি পরিচালিত যুদ্ধের সিনেমা ‘ফৌজি’র শুটিংও শুরু করেছেন, যা এই বছরের শেষদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে।
এই বছরের শেষদিকে ‘অ্যানিমেল’ পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার পরিচালনায় ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমায় একজন পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করছেন প্রভাস।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ