ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

জন্মদিনে কন্যাসন্তানকে সামনে আনলেন রাহুল-আথিয়া 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩:৪৮, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৩৮, ১৯ এপ্রিল ২০২৫

জন্মদিনে কন্যাসন্তানকে সামনে আনলেন রাহুল-আথিয়া 

ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল তেত্রিশ পেরিয়ে ৩৪ বছরে পা দিয়েছেন। জন্মদিনে ভক্ত-সমর্থকদের সামনে প্রথমবার একমাত্র কন্যাসন্তানকে সামনে এনেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে ক্রিকেটার রাহুল ও আথিয়া শেঠি যৌথভাবে জানিয়েছেন মেয়ের নাম। 

ছবিতে দেখা যায়, রাহুল তার ছোট্ট ইভারাকে বুকে জড়িয়ে রেখেছেন আর আথিয়া মুগ্ধভাবে তাকিয়ে আছেন তাঁদের কন্যার দিকে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘আমাদের কন্যা, আমাদের সবকিছু। 

দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দেওয়ার দুই বছর পেরিয়েছে। এই সময়ে রাহুল-আথিয়া দম্পতির ঘরে এখন নতুন সদস্য এসেছে। 

নতুন অতিথির আগমনের সুখবর কয়েকদিন আগেই দিয়েছিলেন আথিয়া। রাহুলও নিয়েছিলেন ছুটি। পাওয়ার কাপল হিসেবে দম্পতির ঘরে এবারই এসেছে প্রথমবার সন্তান। এরমাঝে অভিনয় ছেড়ে দূরে আছেন আথিয়া। ভারতের জাতীয় দলে জায়গা আবারও পোক্ত করেছেন রাহুল। আইপিএলে দাপুটে ফর্মে আছেন তিনি।

 ঢাকা এক্সপ্রেস/ এমএইচ

আরও পড়ুন