শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৪০, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:১৪, ২০ এপ্রিল ২০২৫
ভিডিওতে শেয়ার করে দীপিকা লেখেন, এমন একটা ছবি যা সব সময় আমার মনে থেকে যাবে। ‘পিকু’ ১০ বছর পূর্ণ করল। চলতি বছরের ৯ মে ছবিটি প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে! ইরফান, আমরা তোমাকে মিস করছি! মাঝে মাঝে তোমার কথা ভাবি। তুমি আমাদের সঙ্গে আছো।
তাছাড়াও অমিতাভ বচ্চনও একটি ভিডিওতে ‘পিকু’-এর রি-রিলিজ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘নমস্কার। পিকুকে মনে আছে? পিকু, ভাস্করদা একটা রোড ট্রিপে গিয়েছিল। মনে নেই? এটা দেখুন। এটা একটা অসাধারণ রোড ট্রিপ ছিল। এটা ছিল অপ্রত্যাশিত এবং অবিস্মরণীয়’
তিনি আরও বলেন, ‘আবেগ, হাসি এবং উত্তেজনাও ছিল। পিকু আপনার নিকটতম প্রেক্ষাগৃহে আবার মুক্তি পেতে চলেছে। দেখবেন, তাই না?’
উল্লেখ্য, ২০১৫ সালে ‘পিকু’ মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন সুজিত সরকার। ছবিটিতে অমিতাভ, দীপিকা এবং প্রয়াত ইরফান খানকে মুখ্য ভূমিকায় অভিনয় করেতে দেখা যায়।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ