ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

৯ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৭
Scroll
শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা ও সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
Scroll
পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
Scroll
ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য
Scroll
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
Scroll
সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরসাদুর রউফ
Scroll
সাগর-রুনি হত্যা মামলা: তদন্তের জন্য আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স
Scroll
পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
Scroll
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি
Scroll
সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক: বিএনপিকে জাতীয় কনভেনশন ডাকার প্রস্তাব

নাগার পর এবার বিয়ের পিড়িতে বসছেন সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:১৬, ২২ এপ্রিল ২০২৫

নাগার পর এবার বিয়ের পিড়িতে বসছেন সামান্থা

নাগার পর এবার বিয়ের পিড়িতে বসছেন সামান্থা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা বা ওয়েব সিরিজ নয় — প্রসঙ্গ তাঁর নতুন প্রেম ও সম্ভাব্য বিয়ে।

এক সময়ের স্বামী অভিনেতা নাগা চৈতন্য এখন অতীত। ২০২১ সালে তাদের বিচ্ছেদের পর থেকেই সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, সামান্থা নাকি প্রেম করছেন জনপ্রিয় পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকে-র সদস্য রাজ নিদিমোরু-এর সঙ্গে।

গেল বছর নভেম্বরে মুক্তি পাওয়া ওটিটি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে রাজ ও ডিকের পরিচালনায় অভিনয় করেন সামান্থা। এর আগে ২০২১ সালে তাদেরই পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনেও নজর কাড়েন তিনি। দুই প্রজেক্টে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের বন্ধুত্ব গাঢ় হয়, যা এখন প্রেমের দিকে গড়িয়েছে বলে বলছেন অনেকে।

সম্প্রতি সামান্থা তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘শুভম’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যা মুক্তি পাবে আগামী ৯ মে। ছবির মুক্তির আগে তেলেঙ্গানার বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরে পূজা দিতে যান তিনি। সেখানেই চমক — সামান্থার সঙ্গে ছিলেন রাজ নিদিমোরুও।

দু’জনকে একসঙ্গে দেখে অনেকেই ধারণা করছেন, খুব শিগগিরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিতে চলেছেন। অনেকে বলছেন, বিয়ের আগেই আশীর্বাদ নিতে মন্দিরে গেছেন তারা। যদিও এই বিষয়ে সামান্থা কিংবা রাজ এখনও প্রকাশ্যে কিছু বলেননি।

ভক্তরা এখন অপেক্ষায়, কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে সামান্থার নতুন এই সম্পর্কের খবর আর সম্ভাব্য বিয়ের ঘোষণা — কারও জন্যই বিশেষ অপ্রত্যাশিত হবে না।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ অক্টোবর হিন্দু রীতি আর ৭ অক্টোবর খ্রিষ্টান রীতি অনুযায়ী নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা আসে ২০২১ সালের অক্টোবর মাসে। পরবর্তীতে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন।

অন্যদিকে, ২০২৩ সালের ডিসেম্বরে সামান্থা চালু করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্স। প্রযোজক হিসেবে তিনি প্রত্যেক শিল্পীর পারিশ্রমিকে সমতা বজায় রাখার ঘোষণা দেন, যা ভারতীয় বিনোদন অঙ্গনে প্রথম।

সম্প্রতি বিআইএফএফইএসে সিনেমায় লিঙ্গবৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক নন্দিনী রেড্ডি জানান, সামান্থা তাঁর প্রথম প্রযোজনায় অভিনেতা-অভিনেত্রী নির্বিশেষে সবার জন্য সমান পারিশ্রমিক নির্ধারণ করেছেন।

অভিনয়, প্রেম, প্রযোজনা — সবমিলিয়ে সামান্থার জীবন যেন এক রঙিন গল্প। এবার দেখার পালা, এই গল্পে কবে বিয়ের নতুন অধ্যায় যোগ হয়!
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন