শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৩৩, ২২ এপ্রিল ২০২৫
‘বরবাদ’ মুক্তির ২২ তম দিনে উত্তরার স্টার সিনেপ্লেক্সে শাকিব খান
এবার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। যখন অন্য তারকারা হলে হলে ঘুরে ফিরছেন, শাকিব খান তখন ব্যস্ত নতুন ছবির শুটিংয়ে। প্রিয় নায়কের সাফল্যের হাসি একনজর দেখতে ভক্তরা যখন দিন গুনছেন, তখনও তিনি ছিলেন অন্তরালে। অনেকে হতাশও হয়েছেন এই নীরবতা দেখে।
অবশেষে ‘বরবাদ’ মুক্তির ২২তম দিনে, সোমবার, হাজির হলেন রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে। সেখানেই জানালেন, “বাসায় সিনেমা নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি। বাসায় বসে বসে সিনেমার রিভিউগুলো পড়ি—কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে। সেই ভালোবাসার টানেই আজ এখানে এলাম।”
শাকিব খানের সঙ্গে এ দিন উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক মেহেদী হাসান হৃদয়, অভিনেতা ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন এবং কণ্ঠশিল্পী কোনালসহ আরও অনেকে।
গণমাধ্যমের সামনে শাকিব খান বলেন, ‘দর্শক সিনেমাটাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে, তা সত্যিই অতুলনীয়। এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় আগে সময় দিতে পারিনি, তবে আজ এখানে আসতে পেরে ভালো লাগছে।’
এই ‘বরবাদ’ সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে প্রথমবার বড় পর্দায় এসেছেন মেহেদী হাসান হৃদয়। প্রদর্শনীর আগে তিনিও হাজির হন, সঙ্গে ছিলেন প্রযোজক সুমি। তবে পুরো দৃশ্যপট বদলে যায় শাকিব খানের আগমনে—সিনেমা হলে ঢুকতেই ক্যামেরার ঝলকানিতে চারপাশ আলোয় ঝলমল করে ওঠে। ভক্তরা যেন এক মুহূর্তের জন্যও তাকে মিস করতে রাজি নন। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই দৃশ্য।
শাকিব খান এরপর নিজের স্বপ্নের কথা জানিয়ে বলেন, ‘একসময় স্বপ্ন দেখতাম—দেশের মাল্টিপ্লেক্সে আমার ছবি চলবে, দেশের বাইরেও বলিউড বা হলিউডের পাশে থাকবে আমাদের সিনেমার পোস্টার। এখন সেটা বাস্তব হচ্ছে। কিন্তু আমার স্বপ্ন এখনো পূর্ণ হয়নি, অনেক কিছু করা বাকি আছে।’
তিনি আরও যোগ করেন, ‘তুফান’ যেমন ভালো ব্যবসা করেছিল, ‘বরবাদ’ করেছে তার চেয়েও ভালো। তবে এটা শেষ নয়—শুধু শুরু। নতুন যে সিনেমাগুলো আসছে, ইনশাআল্লাহ আরও বড় কিছু হতে যাচ্ছে। আমার প্রযোজকরাও ইতোমধ্যে নতুন গল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, যেগুলো হয়তো বরবাদকেও ছাড়িয়ে যাবে।
প্রতিবেশী দেশের উদাহরণ টেনে শাকিব খান বলেন, ‘ওখানে এখন একটা সিনেমা এক হাজার কোটি না করলে সেটাকে সুপারহিট বলা হয় না। আমাদেরও সেই লক্ষ্যে যেতে হবে। আমি বিশ্বাস করি, আমরা পারব।”
উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, দীঘি, সুনেরাহ প্রমুখ।
ঢাকা এক্সপ্রেস/ বিডি