ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

৯ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৭
Scroll
শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা ও সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
Scroll
পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
Scroll
ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য
Scroll
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
Scroll
সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরসাদুর রউফ
Scroll
সাগর-রুনি হত্যা মামলা: তদন্তের জন্য আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স
Scroll
পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
Scroll
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি
Scroll
সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক: বিএনপিকে জাতীয় কনভেনশন ডাকার প্রস্তাব

‘বরবাদ’ মুক্তির ২২ তম দিনে স্টার সিনেপ্লেক্সে শাকিব খান 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:৩৩, ২২ এপ্রিল ২০২৫

‘বরবাদ’ মুক্তির ২২ তম দিনে স্টার সিনেপ্লেক্সে শাকিব খান 

‘বরবাদ’ মুক্তির ২২ তম দিনে উত্তরার স্টার সিনেপ্লেক্সে শাকিব খান 

সিনেমা মুক্তি পেলে অধিকাংশ নায়ক-নায়িকা ছুটে যান হলে হলে, অংশ নেন প্রচারণায়। কিন্তু শাকিব খান যেন একেবারে ব্যতিক্রম। পর্দায় ঝড় তোলার পর তিনি চলে যান আড়ালে। তার ব্যক্তিগত ফেসবুক পেজ বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রচারণা চললেও, বাস্তবে তিনি থাকেন অনেকটাই নিভৃতচারি। দর্শকদের প্রতিক্রিয়া, ভালোবাসা—সব বুঝে নিতে চান নীরব থেকেই।

এবার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। যখন অন্য তারকারা হলে হলে ঘুরে ফিরছেন, শাকিব খান তখন ব্যস্ত নতুন ছবির শুটিংয়ে। প্রিয় নায়কের সাফল্যের হাসি একনজর দেখতে ভক্তরা যখন দিন গুনছেন, তখনও তিনি ছিলেন অন্তরালে। অনেকে হতাশও হয়েছেন এই নীরবতা দেখে।

অবশেষে ‘বরবাদ’ মুক্তির ২২তম দিনে, সোমবার, হাজির হলেন রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে। সেখানেই জানালেন, “বাসায় সিনেমা নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি। বাসায় বসে বসে সিনেমার রিভিউগুলো পড়ি—কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে। সেই ভালোবাসার টানেই আজ এখানে এলাম।”

শাকিব খানের সঙ্গে এ দিন উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক মেহেদী হাসান হৃদয়, অভিনেতা ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন এবং কণ্ঠশিল্পী কোনালসহ আরও অনেকে।
গণমাধ্যমের সামনে শাকিব খান বলেন, ‘দর্শক সিনেমাটাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে, তা সত্যিই অতুলনীয়। এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় আগে সময় দিতে পারিনি, তবে আজ এখানে আসতে পেরে ভালো লাগছে।’

এই ‘বরবাদ’ সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে প্রথমবার বড় পর্দায় এসেছেন মেহেদী হাসান হৃদয়। প্রদর্শনীর আগে তিনিও হাজির হন, সঙ্গে ছিলেন প্রযোজক সুমি। তবে পুরো দৃশ্যপট বদলে যায় শাকিব খানের আগমনে—সিনেমা হলে ঢুকতেই ক্যামেরার ঝলকানিতে চারপাশ আলোয় ঝলমল করে ওঠে। ভক্তরা যেন এক মুহূর্তের জন্যও তাকে মিস করতে রাজি নন। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই দৃশ্য।

শাকিব খান এরপর নিজের স্বপ্নের কথা জানিয়ে বলেন, ‘একসময় স্বপ্ন দেখতাম—দেশের মাল্টিপ্লেক্সে আমার ছবি চলবে, দেশের বাইরেও বলিউড বা হলিউডের পাশে থাকবে আমাদের সিনেমার পোস্টার। এখন সেটা বাস্তব হচ্ছে। কিন্তু আমার স্বপ্ন এখনো পূর্ণ হয়নি, অনেক কিছু করা বাকি আছে।’

তিনি আরও যোগ করেন, ‘তুফান’ যেমন ভালো ব্যবসা করেছিল, ‘বরবাদ’ করেছে তার চেয়েও ভালো। তবে এটা শেষ নয়—শুধু শুরু। নতুন যে সিনেমাগুলো আসছে, ইনশাআল্লাহ আরও বড় কিছু হতে যাচ্ছে। আমার প্রযোজকরাও ইতোমধ্যে নতুন গল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, যেগুলো হয়তো বরবাদকেও ছাড়িয়ে যাবে।

প্রতিবেশী দেশের উদাহরণ টেনে শাকিব খান বলেন, ‘ওখানে এখন একটা সিনেমা এক হাজার কোটি না করলে সেটাকে সুপারহিট বলা হয় না। আমাদেরও সেই লক্ষ্যে যেতে হবে। আমি বিশ্বাস করি, আমরা পারব।”

উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, দীঘি, সুনেরাহ প্রমুখ।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন