ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

ঈদুল আজহায় পর্দায় ফিরছেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:১২, ২৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৩৮, ২৪ এপ্রিল ২০২৫

ঈদুল আজহায় পর্দায় ফিরছেন আরিফিন শুভ

আরিফিন শুভ । ছবি: সংগৃহীত

আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমা। তবে এর আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটি। 

এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ‘কাজল রেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তী।

প্রযুক্তিকে ব্যবহার করে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করেছে একটি মহল। অনেকেই আবার পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

সিনেমা মুক্তির বিষয়ে নির্মাতা মিঠু খান বলেন, ‘আগেই ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে তখন ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় সম্ভব হয়নি। এখন আমরা পুরোপুরি প্রস্তুত। এর মধ্যে সেন্সর ছাড়পত্রও হাতে এসেছে।’

সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ানসহ অনেকে। 


ঢাকা এক্সপ্রেস/ এমএইচ 

আরও পড়ুন