শিরোনাম
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: ২০:৪৯, ৪ ডিসেম্বর ২০২৪
ভাতৃপ্রতীম দেশ পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি আমদানি করেছে বাংলাদেশ। মঙ্গলবার মঙ্গলবার (৩ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এই চিনি আগামী মাসেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। ইতোপূর্বে, বাংলাদেশ ভারত থেকে চিনি আমদানি করত। গত সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে পৌঁছেছে ৫৩০ মার্কিন ডলারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ভারত থেকে চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনের পর মধ্য এশিয়ার দেশগুলোতে এই বছর কমবেশি ৬ লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে পাকিস্তান।
মূলত, দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের জন্য চিনি শিল্প খাতটি অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্পখাত। চিনি রপ্তানির মাধ্যমে পাকিস্তান আয় করবে ৪০০-৫০০ মিলিয়ন মার্কিন ডলার। চলতি বছর সোমবার থেকে পাকিস্তানের ৮০ টিরও বেশি চিনিকল সচল হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মতে, গত অর্থবছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে ৭৪ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য। আর ২০২১-২২ অর্থবছরে পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল ৮০ কোটি ডলার।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তেমন মজবুত ছিলো না। রাজনৈতিক ও ঐতিহাসিক বৈরিতার কারণে পুরোপুরি বন্ধ ছিল না থাকলেও দুই দেশের মধ্যে বাণিজ্য কয়েক দশক ধরে ছিল সীমিত। তবে নতুন করে ক্রয় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নতির দিকে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।