শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৩, ৬ মার্চ ২০২৫ | আপডেট: ১২:২৩, ৭ মার্চ ২০২৫
নিত্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। যা জানুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। এছাড়া আগের বছরের (২০২৪ সালের) ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ।
পাশাপাশি খাদ্য খাতে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। যা জানুয়ারি মাসে ছিল ১০ দশমিক ৭২ শতাংশ। এ মাসে সবজি, মাছ, মাংস, ডিম, দুধসহ নিত্যপণ্যের দামে স্বস্তি মিলেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ফেব্রুয়ারি মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমন চিত্র দেখা গেছে। তবে খাদ্য-বহির্ভূত খাতে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। যা জানুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।
বিবিএস জানায়, ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে আলু, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দাম কমেছে।
সাম্প্রতিক মাসগুলোতে নিত্যপণ্যের দাম ক্রমাগত বৃদ্ধি পেলেও, সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। সরকারের নীতিমালা, আন্তর্জাতিক বাজারের পরিবর্তন এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার ফলে এই হ্রাস লক্ষ্য করা যাচ্ছে। তবে বাজার পরিস্থিতি এবং সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি সত্যিই ইতিবাচক? বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন সাময়িকও হতে পারে। বিস্তারিত জানতে পড়ুন...