শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫২, ২৭ মার্চ ২০২৫ | আপডেট: ১৮:০৬, ২৭ মার্চ ২০২৫
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্যাশ ইন করতে পারবেন, যা আগে ছিল ৩০ হাজার টাকা। মাসিক ক্যাশ ইন সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ লাখ টাকা।
ক্যাশ আউটের ক্ষেত্রেও সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করা যাবে। এর আগে দিনে ২৫ হাজার এবং মাসে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের অনুমতি ছিল।
ব্যবসা হতে ব্যক্তিতে (B2P) লেনদেনের সীমাও বাড়ানো হয়েছে। দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং মাসিক সীমা ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া এমএফএস হিসাবের স্থিতির সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাংক ট্রান্সফার (ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড) লেনদেনের সীমা অপরিবর্তিত থাকছে এবং এ ক্ষেত্রে লেনদেনের সংখ্যা সীমাবদ্ধ নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।